Jagten (The Hunt)
-
Release info:
The Hunt By Arif Zaman
-
একজন শিক্ষক একাকী জীবন যাপন করেন, তার সন্তানকে নিজের কাছে আনার চেস্টায় আছেন। তার জীবন আরও ভালোর দিকেই যাচ্ছিল, জীবনে প্রেম আসলো আর সন্তানের কাছ থেকেও ভালো সংবাদ পেলেন। কিন্ত এক নির্দোষ মিথ্যার কারণে তার জীবনটা নিষ্ঠুর-ভাবে এলোমেলো হয়ে গেলো। যারা হ্যানিবাল টিভি সিরিজ দেখেন , তারা এর কেন্দ্রীয় চরিত্র মাডস মিকেলসেনকে খুব ভালো করে চিনবেন।