 
 Kubra (Kübra) - First Season
-  
                                    Release info:
                                
                                
                                   Kubra.S01E02. Web-DL
- 
								সিরিজটিতে, AI টেকনোলজির ভয়াবহতা দেখানো হয়েছে এবং এই টেকনোলজি ব্যবহার করে যে কোন কিছু করা যায়, এটাই দেখানো হয়েছে। সিরিজটিতে দেখানো হয়েছে— এই প্রযুক্তি নিজে নিজেই কাজ করতে পারে এবং সে চাইলে নিজেকে আল্লাহ বলে দাবি করে মানুষের মাঝে সে আল্লাহ হয়ে যেতে পারে এবং সে কবর পর্যন্ত সমস্ত তথ্য তার কাছে আছে। এটা সে মানুষকে বোকা বানানোর কাজে ব্যবহার করতে পারে। যেহেতু এই প্রযুক্তি নিজে নিজেই তার জ্ঞান তৈরি করতে পারে। তাই কাউকে এটা পরিচালনা করতে সহযোগিতার প্রয়োজন হয় না।