Black Mass
- Release info:
-
কাহিনী সংক্ষেপঃ জেমস "হোয়াইটি" বালজারের জীবনের সত্যিকার কাহিনী। যিনি এফবিআই এর ইনফর্মার হয়েছিলেন শুধু তার এলাকা থেকে মাফিয়াদের সরিয়ে দেয়ার জন্য। তার ভাই ছিল তার রাজ্য প্রদেশের সিনেটর। আর তিনি ছিলেন দক্ষিণ বোস্টনের ইতিহাসে সবচে কুখ্যাত আর নৃশংস ক্রিমিনাল।