ছোট ছেলেটির এক মাত্র স্বপ্ন তাঁর মাকে একবারের জন্য দেখা। তার সমস্ত আবিষ্কার, সমস্ত প্যাশনের এই একটাই উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্যকে ছাপিয়ে চলতে পারলে ভগ্নপ্রায় পৃথিবীকে দিতে পারবে সে অনন্য কিছু। পথের কাটা হয়ে সর্বত্র হাজির হচ্ছে বোলার হ্যাট পরা দুষ্ট লোকটা। ছেলেটির জীবনের লক্ষ্য যাই হোক না কেন তাকে শুধু জপতে হবে Keep Moving Forward, কেননা ভবিষ্যতের কোন কিছুই পূর্ব থেকে নির্ধারিত না।
ছোট ছেলেটির এক মাত্র স্বপ্ন তাঁর মাকে একবারের জন্য দেখা। তার সমস্ত আবিষ্কার, সমস্ত প্যাশনের এই একটাই উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্যকে ছাপিয়ে চলতে পারলে ভগ্নপ্রায় পৃথিবীকে দিতে পারবে সে অনন্য কিছু। পথের কাটা হয়ে সর্বত্র হাজির হচ্ছে বোলার হ্যাট পরা দুষ্ট লোকটা। ছেলেটির জীবনের লক্ষ্য যাই হোক না কেন তাকে শুধু জপতে হবে Keep Moving Forward, কেননা ভবিষ্যতের কোন কিছুই পূর্ব থেকে নির্ধারিত না।