স্ত্রী মারগট নিয়ে ভালোই ছিলেন ডাক্তার বেক। কিন্তু বেড়াতে গিয়ে লেকের ধারে খুন হলেন মারগট।মুভি চলে গেল আট বছর পরে।ডাক্তার হিসেবে বেকের নাম ছড়িয়েছে আরো।স্ত্রী'র ৮ম মৃত্যুবার্ষিকীর দিনে তার কাছে ১টি ই-মেইল এলো।ইমেইলে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে মারগট এখনও জীবিত। কে পাঠাচ্ছে এই ইমেইল?এদিকে খুন হলো বেকের এক পরিচিতা। মার্ডার উইপন পাওয়া গেল তারই ঘরে।গ্রেফতারের থেকে বাঁচতে পালাল সে।শুধু যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে তাই নয়,সমাধান করতে হবে সব রহস্যেরও।
স্ত্রী মারগট নিয়ে ভালোই ছিলেন ডাক্তার বেক। কিন্তু বেড়াতে গিয়ে লেকের ধারে খুন হলেন মারগট।মুভি চলে গেল আট বছর পরে।ডাক্তার হিসেবে বেকের নাম ছড়িয়েছে আরো।স্ত্রী'র ৮ম মৃত্যুবার্ষিকীর দিনে তার কাছে ১টি ই-মেইল এলো।ইমেইলে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে মারগট এখনও জীবিত। কে পাঠাচ্ছে এই ইমেইল?এদিকে খুন হলো বেকের এক পরিচিতা। মার্ডার উইপন পাওয়া গেল তারই ঘরে।গ্রেফতারের থেকে বাঁচতে পালাল সে।শুধু যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে তাই নয়,সমাধান করতে হবে সব রহস্যেরও।