গোঁয়ার ও একরোখা জাপানি কমান্ডার সাইতোর অধীনে বৃটিশ সৈন্যদের আনা হয় পার্শ্ববর্তী কাওয়াই নদীর ওপরে একটি ব্রিজ তৈরির জন্য। জোর করে বৃটিশ অফিসারদের কাজ করাতে চাইলে বৃটিশ কর্নেল নিকোলসন অমানুষিক নির্যাতন সহ্য করেও অন্যায্য দাবি মেনে নেননি। অবশেষে নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন সেতুটি বোম মেরে গুঁড়িয়ে দেয়ার পরিকল্পনা করে বৃটিশ বাহিনী। সেতু কি গুঁড়িয়ে দেয়া হবে নাকি রক্ষা করা সম্ভব হবে? জানতে হলে দেখতে হবে সাতটি বিভাগে অস্কার পাওয়া মাস্টারপিস এই মুভিটি।
গোঁয়ার ও একরোখা জাপানি কমান্ডার সাইতোর অধীনে বৃটিশ সৈন্যদের আনা হয় পার্শ্ববর্তী কাওয়াই নদীর ওপরে একটি ব্রিজ তৈরির জন্য। জোর করে বৃটিশ অফিসারদের কাজ করাতে চাইলে বৃটিশ কর্নেল নিকোলসন অমানুষিক নির্যাতন সহ্য করেও অন্যায্য দাবি মেনে নেননি। অবশেষে নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন সেতুটি বোম মেরে গুঁড়িয়ে দেয়ার পরিকল্পনা করে বৃটিশ বাহিনী। সেতু কি গুঁড়িয়ে দেয়া হবে নাকি রক্ষা করা সম্ভব হবে? জানতে হলে দেখতে হবে সাতটি বিভাগে অস্কার পাওয়া মাস্টারপিস এই মুভিটি।