রাজনৈতিক জিঘাংসার কারণে ভাগ হয়ে গেছে একই ভাষাভাষী মানুষ দুই মেরুতে।
ছুল-উ একজন উত্তর কোরিয়ান সাধারণ জেলে। পরিবার নিয়ে কোনোমতে খেয়েপড়ে বেঁচে আছে। একদা বোট নিয়ে মাছ শিকারে বের হওয়ার পর ইঞ্জিনে জাল আটকে যাওয়ায় তার বোট বর্ডার ক্রস করে দুর্ভাগ্যক্রমে দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়ে। ছুল-উ জানেনা তার এই অনাকাঙ্খিত ভুলের কারণে তার কপালে কী ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে।
কাস্টিংয়ে আছেন No Mercy খ্যাত রিও সেয়ং-বুম। নর্থ কোরিয়ান জেলের ভূমিকায় জাস্ট ফাটিয়ে দিয়েছে। অমানবিকতা এবং তার ফলে একজন নিরপরাধ মানুষকে আন্তঃপ্রাদেশিক রাজনৈতিক বিচারধারার টেনশন এবং নির্যাতনের কী পরিমাণে সম্মুখীন হতে হয় তা খুব সুচারুরূপে এই মুভিতে তুলে ধরা হয়েছে।
পরিচালক যেহেতু কীম কি-দুক তো তার মুভিতে হামেশা সব খুল্লাম খুল্লা দেখানো হয়...হোক সেটা পলিটিক্যাল এজেন্ডা বা ফিজিক্যাল থিংস।
RUNTIME: 1:52:08
রাজনৈতিক জিঘাংসার কারণে ভাগ হয়ে গেছে একই ভাষাভাষী মানুষ দুই মেরুতে। ছুল-উ একজন উত্তর কোরিয়ান সাধারণ জেলে। পরিবার নিয়ে কোনোমতে খেয়েপড়ে বেঁচে আছে। একদা বোট নিয়ে মাছ শিকারে বের হওয়ার পর ইঞ্জিনে জাল আটকে যাওয়ায় তার বোট বর্ডার ক্রস করে দুর্ভাগ্যক্রমে দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়ে। ছুল-উ জানেনা তার এই অনাকাঙ্খিত ভুলের কারণে তার কপালে কী ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে। কাস্টিংয়ে আছেন No Mercy খ্যাত রিও সেয়ং-বুম। নর্থ কোরিয়ান জেলের ভূমিকায় জাস্ট ফাটিয়ে দিয়েছে। অমানবিকতা এবং তার ফলে একজন নিরপরাধ মানুষকে আন্তঃপ্রাদেশিক রাজনৈতিক বিচারধারার টেনশন এবং নির্যাতনের কী পরিমাণে সম্মুখীন হতে হয় তা খুব সুচারুরূপে এই মুভিতে তুলে ধরা হয়েছে। পরিচালক যেহেতু কীম কি-দুক তো তার মুভিতে হামেশা সব খুল্লাম খুল্লা দেখানো হয়...হোক সেটা পলিটিক্যাল এজেন্ডা বা ফিজিক্যাল থিংস। RUNTIME: 1:52:08